ফাইনালে গোল করে মেসির পাশে দিবালা

প্রথম পাতা » খেলা » ফাইনালে গোল করে মেসির পাশে দিবালা
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩



ফাইনালে গোল করে মেসির পাশে দিবালা

শঙ্কা ছিল তাকে মাঠে নামানো নিয়ে। কারণ, ইনজুরিতে ভুগছিলেন রোমার আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তবে বুধবার (৩১ মে) হাঙ্গেরির বুদাপেস্টে হওয়া ফাইনালে খেলেছেন তিনি। শুধু খেলেনই-নি, গোলও করেছেন সাবেক য়্যুভেন্তাস তারকা। আর সেভিয়ার বিপক্ষে ফাইনালে গোল করেই মেসির পাশে নিজের নাম বসালেন দিবালা।

ইউরোপা লিগের ফাইনালে রোমাকে টাইব্রেকারে হারিয়ে সপ্তম শিরোপা হাতে নিয়েছে স্প্যানিশ ক্লাব সেভিয়া। দিবালার গোলে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয় হাফে মানচিনির আত্মঘাতী গোলে সমতায় ফেরে সেভিয়া। এরপর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে জিতে শিরোপার উল্লাস করে স্পেনের ক্লাবটি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের স্পটটাও নিশ্চিত করেছে তারা।

এদিকে রোমা হতাশায় ভুগলেও একটি রেকর্ডে নাম লিখিয়েছেন পাওলো দিবালা। ২০১১ সালে মেসির পর প্রথম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে ইউরোপের কোনো ক্লাব টুর্নামেন্টের ফাইনালে গোল করলেন দিবালা।

২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করেছিলেন লিওনেল মেসি। সেবার ম্যানইউকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। এরপর থেকে টানা ১১ মৌসুম কোনো আর্জেন্টাইন ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে গোল করতে পারেননি।

এদিকে ইউরোপের কোনো টুর্নামেন্টের ফাইনালে এর আগে হারেননি রোমা কোচ হোসে মরিনহো। তবে এবার আর সেভিয়ার সঙ্গে পারেনি তার দল রোমা। হারের বিষয়টি হয়তো ঠিক মানতে পারেননি পর্তুগিজ কোচ। তাইতো রানার্সআপের মেডেলটা আর নিজের কাছে রাখেননি। পুরস্কারটা পেয়ে ছুড়ে মেরেছেন গ্যালারির দিকে।

বাংলাদেশ সময়: ১২:২৯:১৬   ৪৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
পাচুকাকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
অর্ধযুগ পর ক্যারিবিয়ানদের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়



আর্কাইভ