মিনিট-দশেকের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » মিনিট-দশেকের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ
সোমবার, ১ এপ্রিল ২০২৪



মিনিট-দশেকের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলল বাংলাদেশ

জাকির হাসান ফিফটি করে মাঠ ছাড়ার পর ক্রিজে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক মিনিট কয়েকের বেশি টিকতে পারেননি, বিদায় নেন দিমুথ করুনারত্নেকে ক্যাচ দিয়ে। ২ মিনিট পর বিদায় নেন তাইজুল ইসলামও।

প্রবাথ জয়াসুরিয়ার ওভারে শর্ট মিডউইকেটে করুনারত্নেকে ক্যাচ দেন শান্ত। ১১ বলে তিনি করেন মাত্র ১ রান। প্রথম টেস্টের দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৫ ও ৬ রান। শান্ত মাঠ ছাড়ার পর মুমিনুল হক ২টি ও তাইজুল ৩টি বল ফেস করেন। পরের বলেই বিদায় নেন তাইজুল। ৬১ বলে ২২ রান করেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ১০৫ রান নিয়ে ব্যাট করছে বাংলাদেশ।

নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন ওপেনার জাকির হাসান। ২৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন তিনি। প্রথম সেশনের শেষ দিকে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। এরপর আউট হন বিশ্ব ফার্নান্দোর দুর্দান্ত এক ইনসুইংয়ে। ৯৭ বলে ফিফটি পূরণ করেন জাকির। ফার্নান্দোজে চার মেরেই ব্যাট উঁচিয়ে ধরেন তিনি।

ফিফটি করার খুব বেশিক্ষণ দৃঢ়তা ধরে রাখতে পারেননি জাকির। আর মাত্র ৭ বল মোকাবিলায় ১ রান করে বিদায় নেন তিনি। অফ স্টাম্প ধেয়ে আসা ফার্নান্দোর সুইং বলটি ঢুকে যায় লেগ স্টাম্পের দিকে। উদ্‌যাপন শুরু হয় লঙ্কা শিবিরে।

বাংলাদেশ সময়: ১২:৫২:০৮   ২২ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ