ক্লাব জার্সিতে ফিরেই গোল উত্সব ক্রিস্তিয়ানো রোনালদোর। সৌদি প্রো লিগে আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ তারকা। তিনটি গোলই রোনালদো করেছেন দ্বিতীয়ার্ধে। বর্ণাঢ্য ক্যারিয়ারে এটা ৬৪তম হ্যাটট্রিক পর্তুগিজ ফরোয়ার্ডের।
আর রোনালদোর হ্যাটট্রিকে আল তাইকে গোল বন্যায় ভাসিয়ে ৫-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসর। অবশ্য ভার্জিন মিসিডজান লালকার্ড দেখে মাঠ ছাড়ায় বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে আল তাইকে। এ জয়ের পরও অবশ্য শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ১২ পয়েন্ট পেছনে রোনালদোর দল আল নাসর। ৯ রাউন্ডের খেলা বাকী থাকতে শীর্ষে থাকা হিলালের অর্জন ৭১ পয়েন্ট আর আল নাসরের ৫৯ পয়েন্ট।
শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে খেলার কাঙ্খিত গোলও পেয়ে যায় আল নাসর। কুড়ি মিনিটের সময় রোনালদোর দলকে এগিয়ে নেন ওটাভিও। তাদের উচ্ছ্বাস অবশ্য মিলিয়ে যায় দ্রুতই। দুই মিনিট পর আল তাইয়ের হয়ে সমতা ফেরান ভার্জিল মিসিডজান।
খানিকটা পরে (৩৬ মিনিটে) তিনি লালকার্ড দেখলে দশজনে পরিণত হয় আল তাই। সুযোগটা কাজে লাগিয়ে বিরতির আগেই আবার ম্যাচে এগিয়ে যায় আল নাসর।
রোনালদো গোল উত্সবের শুরু করেন খেলার ৬৪ মিনিটে। মিনিট তিনেক পরে করেন নিজের দ্বিতীয় গোল। আর খেলার শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে বল জালে জড়িয়ে পূরণ করেছেন হ্যাটট্রিক।
সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে রোনালদোর এটা ২৬ তম গোল। তালিকায় সবার উপরের নামটি পর্তুগিজ তারকারই।
বাংলাদেশ সময়: ১৩:২৮:০০ ১৬ বার পঠিত