সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

প্রথম পাতা » ছবি গ্যালারি » সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪



সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ভারতের অভ্যন্তরে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুই বাংলাদেশি দুই যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা হলেন, আল আমিন (২৭) ও লিটন পারভেজের (২২)।

বুধবার রাত ৯টার দিকে হাঁপানিয়া এলাকায় সীমান্তের ২৩৬ মেইন পিলারের কাছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে আল-আমিনের লাশ হস্তান্তর করা হয়। নিহত আল-আমিন উপজেলার নীতপুর গ্রামের কলনীমোড় এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

এছাড়া, বুধবার মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার জাওরানী সীমান্তে নিহত লিটনের লাশ ফেরত দেয় ভারতীয় পুলিশ। বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লিটন পারভেজ ওই এলাকার দীঘলটারী সাংকাচওড়া গ্রামের মোকছেদুল হকের ছেলে। নওগাঁ ১৬ বিজিবির নিতপুর কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আল আমিন (২৭) নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত হয় এবং লিটন পারভেজ (২২) লালমনিরহাটের দুর্গাপুর দীঘলটারী সীমান্তে গুলিতে নিহত হয়।

বাংলাদেশ সময়: ১২:৫৪:৫১   ৩৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
পাঞ্জাবকে পরাজয়ের স্বাদ ভোগ করিয়ে টানা দ্বিতীয় জয় রাজস্থানের
শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক আলোচনা ভালো কিছু বয়ে আনবে: পার্থ



আর্কাইভ