আবারও ঢাকা-রোম রুটে ডানা মেললো বিমান। লোকসানের ঘানি টেনে ২০১৫ সালের ৬ এপ্রিলে যে রুট বন্ধ করে দেয়া হয়েছিল, মঙ্গলবার (২৬ মার্চ) রাতে আবারও সেই পথে সরাসরি চালু হলো বিমানের ফ্লাইট। এতে ইতালিতে ১৫ থেকে ১৬ ঘণ্টার বিমান যাত্রা নেমে আসবে ৯ ঘণ্টায়।
মঙ্গলবার (২৬ মার্চ) রাতে ঢাকা-রোম সরাসরি ফ্লাইট পুনরায় উদ্বোধন করা হয়।
যাত্রা শুরুর কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা থেকে প্রথম ফ্লাইটে যাত্রী সংখ্যা বিজনেস ক্লাসে ২৩ জন ও ইকোনমিতে ১৭৭ জন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারে যাত্রী ধারণ ক্ষমতা ২৭১ জন।
অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম বলেন, যেকোনো এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা রয়েছে বর্তমানে লাভজনক অবস্থায় থাকা বাংলাদেশ বিমানের।
তবে বিমানকর্মীদের আচার-ব্যবহারে স্মার্ট হওয়ার তাগিদ দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন। তিনি বলেন, বিমানকর্মীদের আরও স্মার্ট হতে হবে। এজন্য প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বিমানকে শক্তিশালী করতে এয়ারবাস থেকে বিমান কিনতে চুক্তি করা হবে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন। তিনি বলেন, শিগগিরই এয়ারবাস থেকে বিমান কেনার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে।
ইতালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি এই ফ্লাইট চলবে সপ্তাহে তিন দিন- সোম, মঙ্গল আর বৃহস্পতিবার। যেখানে ঢাকা-রোমে পৌঁছতে ট্যাক্সসহ ইকোনমি ক্লাসে একমুখী সর্বনিম্ন ভাড়া পড়বে জনপ্রতি ৬৪,৩৫৫ টাকা আর রোম থেকে ঢাকায় আসতে লাগবে ৪৮,৭৮৮ টাকা।
বাংলাদেশ সময়: ১১:৪৩:১৫ ১৮ বার পঠিত