মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ভূটানের রাজার

প্রথম পাতা » ছবি গ্যালারি » মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ভূটানের রাজার
মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪



মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ভূটানের রাজার

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক।
সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বাসস’কে জানান, ভোর ৫টা ৫০ মিনিটে ভূটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে তাঁকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ঢাকা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এসময় তিনি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় স্মৃতিসৌধের বেদীতে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ চত্বরে ‘নাগেশ্বর চাপা’ গাছের চারা রোপন করেন।
৬টা ২০ মিনিটে ভূটানের রাজা সাভার জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১২:৫৭:৩৬   ৩৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
পর্দায় জীবনের গল্প, সত্য ঘটনায় নির্মিত এই ৮টি ছবি দেখেছেন কি?
বিগত নির্বাচনে যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদের বিচারের দাবি এনসিপির
মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১



আর্কাইভ