দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি এ. বি. এম ফজলে করিম চৌধুরী কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাধীন তেজের বাজার এলাকায় সম্প্রতি ঘটিত বাংলাদেশ রেলওয়ের দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম, মোঃ শফিকুর রহমান ও মোছাঃ নুরুন নাহার বেগম অংশগ্রহণ করেন।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দূর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন শেষে দুর্যোগ পর্যালোচনা ও মতবিনিময় সভায় বলেন, তদন্তের মাধ্যমে ট্রেন দূর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। এ ক্ষেত্রে রেলের কোন গাফিলতি ছিল কি না তা তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
এ. বি. এম ফজলে করিম চৌধুরী বলেন, এ ধরণের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং ত্রুটি বিচ্যুতি সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কমিটি দোষীদের শাস্তি নিশ্চিত করে স্বচ্ছতা নিয়ে কাজ করতে চায়।
তিনি আরও বলেন, দূর্ঘটনার দিনে স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতার ফলে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের গন্তব্যে পাঠানোয় সহায়তা করায় এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাচ্ছি।
পরিদর্শন ও মতবিনিময় সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, মহাব্যবস্থাপক, কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:১১:২৯ ১৫ বার পঠিত