ভারতীয় অভিনেত্রী ও মডেল গওহর খান সম্প্রতি স্বামী-সন্তান নিয়ে মসজিদে নববিতে ইফতার করেছেন। সেখানে গিয়ে আবেগী হয়ে পড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সময়ের একটি ভিডিও প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
সেখানে দেখা গেছে, ইফতার করছেন তিনি। খেজুর ও পানির বোতল এগিয়ে দিচ্ছেন তার স্বামী জায়েদ দরবার। এ সময় খেজুর মুখে দিয়ে কেঁদে ফেলেন অভিনেত্রী।
ভিডিওর ক্যাপশনে অভিনেত্রীর স্বামী জায়েদ লেখেন, ‘আপনি কতবার এখানে এসেছেন তা কোনো বিষয় না। কিন্তু যখনই আপনি এখানে পৌঁছাবেন, তখনই আবেগপ্রবণ হয়ে পড়বেন। তবে হৃদয়ে ইমান নিয়ে আসতে হবে। যখন আপনার সন্তান প্রথমবার মসজিদে নববিতে গিয়ে হাত নাড়ে, তখন সেই অনুভূতিকে কীভাবে ব্যাখ্যা করবেন।’
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, স্বামী-সন্তানকে নিয়ে সোমবার (১৮ মার্চ) সৌদি আরবের মদিনায় গেছেন গওহর খান। পুত্রকে নিয়ে এটাই তাদের প্রথম মদিনা সফর। সেখানে গিয়েই মসজিদে নববিতে ইফতার করেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২০ সালে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে বিয়ে করেন গওহর খান। ২০২২ সালের ১০ মে পুত্রসন্তানের মা হন এ অভিনেত্রী। তিনি মডেলিং দিয়ে মিডিয়াতে আসেন। পরে ২০০৯ সালে যশরাজ ফিল্মস-এর রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১২:০০:২০ ১৮ বার পঠিত