মিয়ানমারে বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবরে ‘শঙ্কিত’ জাতিসংঘ প্রধান

প্রথম পাতা » আন্তর্জাতিক » মিয়ানমারে বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবরে ‘শঙ্কিত’ জাতিসংঘ প্রধান
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪



মিয়ানমারে বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবরে ‘শঙ্কিত’ জাতিসংঘ প্রধান

জাতিসংঘর প্রধান অ্যােেন্তানিও গুতেরেস বলেছেন, রাখাইন রাজ্যের গ্রামগুলোতে মিয়ানমারের সামরিক জান্তার চলমান বিমান হামলার খবরে তিনি ‘শঙ্কিত’।
স্থানীয়রা এএফপি’কে জানিয়েছে, সোমবার সেখানে বিমান হামলায় ২০ জনের বেশী লোক মারা গেছে।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের পর থেকে থমকে গেছে
সেনাবাহিনীর ২০২১ সালের অভ্যুত্থানের পর ব্যাপক ভিত্তিক চুক্তির অবসান ঘটে এবং এরপর গত নভেম্বরে আরাকান আর্মি (এএ) নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শুরু করে। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের পর থেকে পরিস্থিতি এখন থমকে গেছে।
সোমবার জাতিসংঘ প্রধানের মুখপাত্র বলেছেন, গুতেরেস ‘সেনা বাহিনীর চলমান বিমান হামলার খবরে উদ্বিগ্ন, মিনবিয়া শহরতলীতে আজকে অনেক বেসামরিক মানুষ হত্যা ও আহত হয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক সপ্তাহে আরাকান আর্মির যোদ্ধারা এই অঞ্চলকে বিচ্ছিন্ন করে ফেলে।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৫২   ১৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ