ঢাকা, ১৮ মার্চ ২০২৪ : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ৩য় ম্যাচে শ্রীলংকাকে ৪ উইকেটে পরাজিত করে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
উল্লেখ্য, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলংকা নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৩৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান করতে সমর্থ হয়।
বিশ্ব ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।
বাংলাদেশ সময়: ২২:২৮:১০ ৬৬ বার পঠিত