জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারি » জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
রবিবার, ১৭ মার্চ ২০২৪



জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে জেলা প্রশাসন। রবিবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এরপর দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও জেলার মুক্তিযোদ্ধারা।

সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ও তাঁর আত্মত্যাগ নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:২৩   ২৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা গ্রহন করতে হবে - মুহাম্মদ গিয়াসউদ্দিন
নির্বাচন নিয়ে টালবাহানা দেশের মানুষ মানবে না: টিপু
রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী



আর্কাইভ