জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রবিবার (১৭ মার্চ) সকালে নগরীর ২ নং রেলগেইট এলাকার বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত জাতির পিতার আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর সাথে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মো. আজগর হোসেন, কাউন্সিলর মোখলেছুর রহমান চৌধুরী, মনিরুজ্জামান মনির, সংরক্ষিত কাউন্সিলর শাওন অংকন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুজ্জামানসহ প্রমুখ।
এছাড়া, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনসহ সকল কর্মকর্তারা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশ সময়: ২২:৫৬:০২ ২৫ বার পঠিত