ঢাকেশ্বরীর জায়গা দখলমুক্ত করতে হবে: কুজেন্দ্র লাল

প্রথম পাতা » ছবি গ্যালারি » ঢাকেশ্বরীর জায়গা দখলমুক্ত করতে হবে: কুজেন্দ্র লাল
শনিবার, ১৬ মার্চ ২০২৪



ঢাকেশ্বরীর জায়গা দখলমুক্ত করতে হবে: কুজেন্দ্র লাল

ঢাকেশ্বরী মন্দিরের জায়গা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

শনিবার (১৬ মার্চ) ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উlদ্‌যাপন কমিটির দ্বি-বার্ষিকী সম্মেলনের এ কথা বলেন তিনি।

কুজেন্দ্র লাল বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। মাঝখানে আমরা একটা হোঁচট খেয়েছিলাম ২১ বছরের। কিন্তু শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আবারও উঠে দাঁড়িয়েছে এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ঢাকেশ্বরী মন্দিরের কিছু জায়গা বেদখল হয়ে আছে, সেটি যে কোনো উপায়েই দখলমুক্ত করতে হবে। এমন তো না ঢাকেশ্বরীর দখলকৃত জায়গা তাদের দিয়ে দিলে দেশে জায়গার সংকট হবে?

দেশসেবায় সনাতন যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুব সমাজকে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।

সম্মেলন উদ্বোধন করেন ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি জে এল ভোমিকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার।

বাংলাদেশ সময়: ১২:৪৫:৩৬   ১৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা



আর্কাইভ