একফ্রেমে হোয়াকিন ফিনিক্স, এমা স্টোন ও পেড্রো পাসকেল। সিনেমাপ্রেমীদের জন্য আর কি চাই! হ্যাঁ, নির্মাতা আরি অ্যাস্টারের পরবর্তী চলচ্চিত্র ‘এডিংটন’-এ একফ্রেমেই দেখা যাবে সময়ের অন্যতম জনপ্রিয় এই তিন তারকাকে। এই সপ্তাহে সিনেমাটির নির্মাণ কাজ শুরু হবে বলে জানা গেছে।
হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে, হোয়াকিন ফিনিক্স, পেড্রো পাসকেল, এমা স্টোন এবং অস্টিন বাটলার এই ফিচার ফিল্মটিতে অভিনয় করতে চলেছেন।
এছাড়াও লুক গ্রিমস, ডেইড্রে ও’কনেল, মিচেল ওয়ার্ড এবং ক্লিফটন কলিনস জুনিয়রের মতো তারকাকেও দেখা যাবে এতে। সিনেমাটি নির্মিত হবে এ২৪ ব্যানার থেকে।
অ্যাস্টার তার নিজের লেখা চিত্রনাট্য থেকেই নির্মাণ করছেন ‘এডিংটন।’ সিনেমাটি নির্মিত হবে নিউ মেক্সিকোর একটি ছোট শহরের একজন উচ্চ আকাঙ্ক্ষাপূর্ণ শেরিফকে কেন্দ্র করে।
দুইবারের অস্কার-মনোনীত সিনেমাটোগ্রাফার ড্যারিয়াস খন্ডজি এটির ক্যামেরার কাজ সামলাবেন। অ্যাস্টার এবং লার্স নুডসেন তাদের কোম্পানি স্কয়ার পেগ-এর মাধ্যমে এটির প্রযোজনায় থাকছেন।
এ২৪ এর আগে অ্যাস্টারের ৩টি চলচ্চিত্র মুক্তি দিয়েছে। ২০১৮ সালের হেরিডিটারি, ২০১৯ সালের মিডসমার এবং ২০২৩ সালের বিও ইজ অ্যাফ্রেইড।
এটি এ২৪ এবং স্কয়ার পেগ-এর ষষ্ঠ যৌথ প্রজেক্ট।
সদ্যই ‘পুওর থিংস’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন এমা স্টোন। এদিকে নিজের আসন্ন চলচ্চিত্র ‘জোকার ২’ নিয়ে ব্যস্ত হোয়াকিন ফিনিক্স। এতে লেডি গাগার সঙ্গে দেখা যাবে অভিনেতাকে। এ বছরের সবচেয়ে প্রত্যাশিত হলিউড চলচ্চিত্রে মধ্যে অন্যতম ‘জোকার ২’।
অপরদিকে, গত বছর ‘লাস্ট অফ আস’ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন অভিনেতা পেড্রো পাসকেল। সিরিজটির দ্বিতীয় সিজন আসবে আগামী বছর। এবার একসঙ্গে এই ত্রয়ীকে দেখা যাবে পর্দায় যা তাদের ভক্তদের জন্য দারুণ সুংসবাদই বটে!
বাংলাদেশ সময়: ১২:৩৪:৪৮ ২২ বার পঠিত