রাজধানীর প্রেসের আগুন নিয়ন্ত্রণে

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজধানীর প্রেসের আগুন নিয়ন্ত্রণে
শুক্রবার, ১৫ মার্চ ২০২৪



রাজধানীর প্রেসের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন রাত ৯টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, পাটুয়াটুলির ঘি পট্রিতে একটি প্রেসে লাগা আগুন রাত ১০টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আনোয়ারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে.এন.রায় নিয়তি বলেন, পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে অগ্নিকাণ্ড ঘটেছে। সার্বিক নিরাপত্তায় ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:২৩:০৪   ১৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রংপুরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত এখন বাংলাদেশ
পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে অভিযান জোরদার করা হচ্ছে
দেশের কল্যাণে রাজনীতি করি, কারও সহযোগিতায় এমপি-মন্ত্রী হইনি: চরমোনাই পীর
শিক্ষার্থীদের ওপর হামলা: বিজয় একাত্তর হল ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার



আর্কাইভ