রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫
শুক্রবার, ১৫ মার্চ ২০২৪



রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯১৯ পিস ইয়াবা, ২০ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ৩ কেজি ৬১৪ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা ও ৩০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা রুজু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:১৭   ১৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রংপুরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত এখন বাংলাদেশ
পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে অভিযান জোরদার করা হচ্ছে
দেশের কল্যাণে রাজনীতি করি, কারও সহযোগিতায় এমপি-মন্ত্রী হইনি: চরমোনাই পীর
শিক্ষার্থীদের ওপর হামলা: বিজয় একাত্তর হল ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার



আর্কাইভ