ন্যায্যতাভিত্তিক উন্নয়নই সরকারের লক্ষ্য : শ্রম প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » ন্যায্যতাভিত্তিক উন্নয়নই সরকারের লক্ষ্য : শ্রম প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪



ন্যায্যতাভিত্তিক উন্নয়নই সরকারের লক্ষ্য : শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শ্রমজীবী মানুষের জন্য ন্যায্যতা ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার কাজ করছে।

বুধবার (১৩ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫০তম গভর্নিং বডির অধিবেশনে এ কথা বলেন তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমগ্র জীবনের কর্ম ও দর্শন জুড়ে ছিল সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন। বঙ্গবন্ধুর স্বপ্নকে ধারণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সামাজিক ন্যায় বিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রয়েছে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা।

প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করে মানবিক মর্যাদাসম্পন্ন বিশ্ব ব্যবস্থার ধারণাকে বিশ্ব কূটনৈতিক পরিমণ্ডলে যথাযথভাবে তুলে ধরতে কাজ করবে আইএলও।

বাংলাদেশ সময়: ২৩:২৭:৪৭   ৩৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ইউনূসের সঙ্গে মোদির বৈঠক প্রয়োজন ছিল : মির্জা আব্বাস
৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল নেপাল
রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ



আর্কাইভ