নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারি » নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪



নাটোরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে আরেক ট্রাক ধাক্কা দেওয়ায় একজন নিহত হয়েছেন। নিহত হেলপার জাহিদ আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৭টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে আগ্রাণ এলাকায় বনপাড়ামুখী একটি ট্রাক এসে থেমে ছিল। এসময় চট্টগ্রাম থেকে রাজশাহীগামী খেজুর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এসময় পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পেছনের ট্রাকের হেলপার জাহিদ আলী নিহত হন।

তিনি বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। আর দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৩৪:২০   ৩৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


দেশি-বিদেশি পর্যটকদের কাছে পার্বত্য চট্টগ্রাম এখন মূল আকর্ষণ : সুপ্রদীপ চাকমা
‘তিন বছরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবতা দেখতে চাই’
কিছু রাজনৈতিক দল টাকার লো‌ভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে
পদক্ষেপ জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দেবেন ড. ইউনূস
বেরোবিতে শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন করলেন প্রধান বিচারপতি



আর্কাইভ