ঢাকা, ১০ মার্চ, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক আজ কমিটির সভাপতি মাহফুজুর রহমান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, মোঃ জাকারিয়া এমপি, ফিরোজ আহম্মেদ স্বপন এমপি, হাবিবুন নাহার এমপি এবং মোঃ আওলাদ হোসেন এমপি অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে সকল বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয় কর্তৃক নবনির্বাচিত কমিটির সদস্যগণকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। দ্বাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক হওয়ায় উপস্থিত সদস্যগণের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
বৈঠকে সন্দীপের উপকূলবাসীর সেবা প্রদানে সী-ট্র্যাক সার্ভিসের ব্যবস্থাগ্রহণ ও ফেরি সার্ভিস দিবা-রাত্রি চালু করার বিষয়ে ও এপ্রিল থেকে সেপ্টেম্বর ৬ মাস ফেরি ডাবল ট্রিপে চালু রাখার সুপারিশ করা হয়।
এছাড়াও নৌ-পরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ ১৭টি দপ্তরের কার্যক্রমসমূহ বিস্তারিত তথ্য-উপাত্তের মাধ্যমে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে পরিবেশন করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মোংলা বন্দর, চট্রগ্রাম বন্দর, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিও চেয়ারম্যান, বাংলাদেশ মেরিন একাডেমি, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:৫৫:৫৫ ২২ বার পঠিত