মেসি-সুয়ারেজের গোলে মায়ামির নাটকীয় ড্র

প্রথম পাতা » খেলা » মেসি-সুয়ারেজের গোলে মায়ামির নাটকীয় ড্র
শুক্রবার, ৮ মার্চ ২০২৪



মেসি-সুয়ারেজের গোলে মায়ামির নাটকীয় ড্র

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর প্রথম লেগে শুক্রবার (৮ মার্চ) ন্যাশভিলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। নাটকীয় এই ম্যাচে প্রথম গোলটি করেছেন লিওনেল মেসি। আর ম্যাচের একেবারে শেষ মিনিটে গোল করেছেন লুইস সুয়ারেজ।

ন্যাশভিলের জিইওডিআইসে স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। জ্যাকব শ্যাফেলবার্গ ন্যাশভিলকে লিড এনে দেন। বিরতির পর প্রথম মিনিটে আবারো শ্যাফেলবার্গের গোল। দুই গোলের লিড পেলেও, আক্রমণে এগিয়ে ছিল মায়ামি।

ম্যাচের ৫২ মিনিটে মেসি-সুয়ারেজের খেলায় এক গোল শোধ করে মায়ামি। মায়ামির হয়ে গোল করেন মেসি। আর এই গোলের সহায়ক ছিলেন সুয়ারেজ। এরপর আক্রমণের হার আরও বাড়িয়ে দেয় মায়ামি। কিন্তু খেলার ধারার বিপরীতেই ৮৪ মিনিটে মায়ামির জালে বল পাঠায় ন্যাশভিল। কিন্তু ভিএআরের সাহায্যে গোলটি বাতিল করা হয়।

এরপর ডিফেন্সে মনোযোগ দেয় স্বাগতিকরা। কিন্তু মেসি, সুয়ারেজ ও বুসকেটসের সামনে টেকেনি ন্যাশভিলের ডিফেন্সিভ খেলা। ম্যাচের বাড়ানো সময়ের পঞ্চম মিনিটে গোল করে মায়ামিকে সমতায় ফেরান সুয়ারেজ। ডান দিক থেকে বুসকেটসের ক্রস হেড করে গোল করেন সাবেক বার্সা স্ট্রাইকার।

ন্যাশভিলের বিপক্ষে দ্বিতীয় লেগের খেলাটি অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।

বাংলাদেশ সময়: ১১:৪০:০৪   ২৭ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ