বাজারে চিনির পর্যাপ্ত সরবরাহ আছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারি » বাজারে চিনির পর্যাপ্ত সরবরাহ আছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
বুধবার, ৬ মার্চ ২০২৪



বাজারে চিনির পর্যাপ্ত সরবরাহ আছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আইন বাস্তবায়নে প্রতিযোগিতা কমিশন ও ভোক্তা অধিদপ্তরকে আরো শক্তিশালী করা হবে। বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে হবে। উৎপাদন, আমদানি সব পর্যায়ে পণ্যের দাম যৌক্তিক হতে হবে। দেশে কৃষিপণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে।
কেউ বাজারে যেন কোনো ধরনের নেতিবাচক অবস্থার সৃষ্টি করতে না পারে।

আজ বুধবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘স্বাধীনতার পরে অর্থনৈতিক ভঙ্গুর দেশকে সমৃদ্ধিশালী করতে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে।
দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা দরকার।’

চট্টগ্রামে চিনির ফ্যাক্টরিতে দুর্ঘটনার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘এ কারণে বাজারে কোনো প্রভাব পড়ার কথা না। বাজারে চিনির পর্যাপ্ত সরবরাহ আছে। যদি কোনো মিল দাম বাড়ায় বা যোগসাজশ করে তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনক্টেডের ইকোনমিক অ্যাফেয়ার্স অফিসার এলিজাবেথ গাছুরি এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমান।

এ সময় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য সওদাগর মুস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. ফারহানা আইরিশসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:০০   ১৮ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব
জনগণকে করের ওপর কর চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
শেখ হাসিনাকে ফেরানোর চিঠির কথা স্বীকার করেছে ভারত: রফিকুল আলম
চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ
এইচএমপিভি ভাইরাস সম্পর্কে আপনার যা জানার প্রয়োজন



আর্কাইভ