গোপালগঞ্জে দিনব্যাপী কৈশোর মেলা

প্রথম পাতা » ছবি গ্যালারি » গোপালগঞ্জে দিনব্যাপী কৈশোর মেলা
বুধবার, ৬ মার্চ ২০২৪



গোপালগঞ্জে দিনব্যাপী কৈশোর মেলা

গোপালগঞ্জে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কৈশোর মেলা। বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এই মেলার আয়োজন করে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)।
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস এর (বিজ) শিক্ষা ও সামাজিক সুরক্ষা বিভাগের উপ-সহকারী পরিচালক শাহী মাছুমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর মোহাম্মদ নাসিম ও আয়োজক সংগঠনের জোনাল ম্যানেজার মো. তোফাজ্জেল হোসেন, সহকারী পরিচালক মতিউর রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার কামরুজ্জামান, শিক্ষা ও সামাজিক সুরক্ষা কর্মকর্তা আজিজুর রহমান ও উপজেলা প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশিদ।
মেলায় কিশোর কিশোরীদের ১০ টি স্টল স্থান পায়। উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় মেলার মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে কিশোর কিশোরীরা।

বাংলাদেশ সময়: ১৭:১১:১৯   ৪৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


মাদুরোর অভিষেকের আগে ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্ত বন্ধ : গভর্নর
সবার সহযোগিতা থাকলে সব রকমের সংস্কার সম্ভব: আদিলুর রহমান
বিক্ষোভের মাঝে মাদুরোর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ
গঠনমূলক অগ্রগতি হলে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে ইইউ: কাল্লাস
লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা জানালেন ডা. জাহিদ



আর্কাইভ