ঢাকা, ০৫ মার্চ, ২০২৪ : দ্বাদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক আজ কমিটির সভাপতি আ, স, ম, ফিরোজ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান, মাসুদ উদ্দিন চৌধুরী, শাহীন আক্তার, মোশতাক আহমেদ রুহী, মজিবুর রহমান চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, মোঃ আবদুর রশীদ এবং আশ্রাফুন নেছা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে উপস্থিত সদস্যগণ এবং কর্মকর্তাগণের পরচিতি র্পব শেষে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর অধিনস্থ দপ্তরসমূহের সার্বিক কার্যক্রম অবহিতকরণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়।
বৈঠকে কোন কোন প্রতিষ্ঠানের অনুকূলে জিআর বরাদ্দ প্রদান করা হয়েছে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় সংসদ-সদস্যগণকে অবহিত করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকে ইজিপিপি রবাদ্দে অনিয়মের অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত সাপেক্ষে আগামী সভায় রিপোর্ট উপস্থাপন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নির্মিত ১৫ মিটার ব্রিজ এর স্থলে ১৮-২০ মিটারে বর্ধিত করার জন্য কমিটি সুপারিশ করে।
পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু করা হয়। অতঃপর ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সকল সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদ এবং বেইলি রোডে অগ্নিকান্ডে নিহতদের রূহের মাগফেরাত কামনাসহ তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ্এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:১৭:০১ ২৯ বার পঠিত