সিলেটের গোলাপগঞ্জ বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » সিলেটের গোলাপগঞ্জ বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত
রবিবার, ৩ মার্চ ২০২৪



সিলেটের গোলাপগঞ্জ বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এলাকায় বাসচাপায় আবুল হোসেন (২৭) নামে মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনেস্টেবল নিহত হয়েছেন।
আজ রবিবার বেলা ১১টার দিকে গোলাপগঞ্জ থানাধীন হিলালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার শেখপাড়া (চাঁদ শ্রীকোণা) গ্রামের মোশাইদ আলীর ছেলে। আবুল হোসেন হবিগঞ্জ জেলার বাহুবল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
জানা যায়, রোববার সকালে জকিগঞ্জ থেকে সিলেটগামী আল হেরা এন্টারপ্রাইজের একটি বাস উপজেলার হিলালপুরের ড্রিমল্যান্ড পার্কের সামনে বিপরীত দিক থেকে আসা পুলিশ সদস্য আবুল হোসেনের মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবুল হোসেন বাহুবল সদর থানায় কনস্টেবল পদে কর্মরত। তিনি তার মোটরসাইকেলযোগে জকিগঞ্জে বাড়িতে যাচ্ছিলেন। হিলালপুরে আসামাত্র সিলেটের দিকে আসা যাত্রীবাহী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গোলাপগঞ্জ থানাপুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর বাসটি আটক করলেও বাসচালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫১   ২৭ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা



আর্কাইভ