বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মিলন বিয়ে করেছেন। বৃস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিয়ের বিষয়টি গায়ক নিজেই নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে মিলন লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৯ ফেব্রুয়ারি ২০২৪) আমি ও আমার স্ত্রী মেহেরিমা দীপ্তি আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করিলাম। সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’
এ শিল্পী ‘সখী ভালোবাসা কারে কয়’ গানটি দিয়ে শুরু করে এরপর ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কতো যে ভালোবাসি’, ‘বাঁচবো বলো কীভাবে’, ‘ডানাকাটা পরী’সহ একাধিক দর্শকপ্রিয় গান উপহার দিয়েছেন। গানের পাশাপাশি মোহাম্মদ মিলন সুর করেও বেশ প্রশংসা কুড়িয়েছে।
বর্তমানে প্লেব্যাক, নতুন নতুন গানে কণ্ঠ দেয়া এবং সুর করা নিয়েই ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী মুহম্মদ মিলন।
বাংলাদেশ সময়: ১০:৪৯:২৬ ২৭ বার পঠিত