বেইলি রোডে অগ্নিকাণ্ড : কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ আটক ৩

প্রথম পাতা » ছবি গ্যালারি » বেইলি রোডে অগ্নিকাণ্ড : কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ আটক ৩
শুক্রবার, ১ মার্চ ২০২৪



বেইলি রোডে অগ্নিকাণ্ড : কাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ আটক ৩

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় কাচ্চি ভাই নামের একটি খাবারের দোকানের ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মার্চ) দুপুরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চুমুকের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন এবং কাচ্চি ভাই নামে আরেকটি খাবারের দোকানের ব্যবস্থাপক মো. জিসান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন আজ শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা ও রমনার উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফ হোসেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন বলেন, ভবনের নিচতলার খাবারে দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করবে। ভুক্তভোগী পরিবারের কেউ মামলা করতে চাইলে মামলা করতে পারবেন।
এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের মালিকের দায়িত্বের কোনো অবহেলা রয়েছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌ভবনের মালিক থেকে শুরু করে এই ঘটনায় যার যার দায় পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে গ্রিন কটেজ নামের সাততলা একটি ভবনে ভয়াবহ আগুল লাগে। এতে ৪৫ জনের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ২১:৫৭:০৮   ৩৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন কূটনৈতিক প্রতিবেদক
সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
ষড়যন্ত্রে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না : এলজিআরডি উপদেষ্টা
নতুন বছরে যে পাঁচটি সিরিজ অবশ্যই দেখবেন
সিলেটে কোটি টাকার ভারতীয় কাপড় ও মদ জব্দ করেছে বিজিবি



আর্কাইভ