অটোরিকশায় লরির ধাক্কা, ২ ডিগ্রি পরীক্ষার্থী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারি » অটোরিকশায় লরির ধাক্কা, ২ ডিগ্রি পরীক্ষার্থী নিহত
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪



অটোরিকশায় লরির ধাক্কা, ২ ডিগ্রি পরীক্ষার্থী নিহত

লালমনিরহাটের কালীগঞ্জে লরির ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে দুই ডিগ্রি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ওয়াবদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে; তিনি হলেন: উপজেলার চৌধুরীরহাট এলাকার মনোয়ার মাস্টারের ছেলে সোহেল রানা। তিনি লালমনিরহাট সরকারি কলেজের ডিগ্রির পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া কালীগঞ্জগামী একটি লরি কাকিনার ওয়াবদা বাজার এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে এক ডিগ্রি পরীক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে নিলে পথেই আরও এক পরীক্ষার্থীর মৃত্যু হয়।

কালীগঞ্জ ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা মো. আবু তাহের জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:০৪   ৩৯ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


বৈঠকে সন্তুষ্ট নন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি পলিটেকনিক শিক্ষার্থীদের
বিএনপির ভূমিকা জনগণের কাছে প্রশংসিত: আলী রীয়াজ
নির্বাচনের আগে তিন শর্ত পূরণ হতে হবে: জামায়াত আমির
সংস্কার নিয়ে আলোচনা চালাতে চাই, বোঝাতে চাই বিএনপি কতটা সিরিয়াস
ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দল ‘আ-আম জনতা পার্টি’



আর্কাইভ