ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুদার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গুলিবর্ষণ নিহত ১০

প্রথম পাতা » আন্তর্জাতিক » ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুদার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গুলিবর্ষণ নিহত ১০
সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪



ত্রাণের অপেক্ষায় থাকা ক্ষুদার্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গুলিবর্ষণ নিহত ১০

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

প্রতিবেদন মতে, গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা। এ সময় হামলাটি চালানো হয়।

একই দিনে (রোববার) গাজা শহরের জেইতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে একটি তিনতলা বাড়ি ধসে পড়ে। এ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, রোববার ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরেও হামলা চালিয়েছে। একটি বাড়িতে বোমা হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

গেল বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইসরাইলে ১২০০ মানুষ নিহত হন। এছাড়াও ২৪০ জনেরও বেশি মানুষকে বন্দি করে নিয়ে যায় তারা। এরপর থেকে গাজায় বোমা হামলা শুরু করেছে ইসরাইল। সাড়ে চার মাস পেরিয়ে গেলেও হামলা এখনো অব্যাহত রেখেছে তারা। বোমা হামলার পাশাপাশি উপত্যকাটিতে স্থল অভিযানও চালাচ্ছে ইসরাইলি সেনারা।

গেল সাড়ে চার মাস ধরে চলা ইসরাইলি বর্বরতায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছে। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ৬৯ হাজারেরও বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ১৩:২৭:৫৩   ২৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কার্টার ছিলেন ‘অসাধারণ রাষ্ট্রনায়ক, বৈশ্বিক শান্তিপ্রণেতা’ : ফিলিস্তিনি প্রেসিডেন্ট
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জন নিহত
পশ্চিমবঙ্গে বাংলাদেশি যুবক গ্রেপ্তার
ইসরায়েলের হামলায় গাজার শেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেছে
এই প্রথম সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশযান



আর্কাইভ