‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন রাষ্ট্রপতির
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪



‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘তরুণ প্রজন্মের প্রেরণা শেখ হাসিনা’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন। গ্রন্থের লেখক হায়দার মোহাম্মদ জিতু রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গভবনে তিনি প্রবন্ধ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

সংকলিত এ গ্রন্থের উপ-সম্পাদকীয়গুলোতে বাঙালির শান্ত সাহস শেখ হাসিনার মানুষের অনুভূতি হয়ে ওঠার পটকে চিত্রিত করা হয়েছে। বৈশ্বিক রাজনৈতিক ইস্যু, দেশের উন্নয়ন, অর্জন এবং অন্যান্য প্রাসঙ্গিকতায় দেশের অবস্থান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছুটে চলা উঠে এসেছে প্রবন্ধগুলোতে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৩৭   ৬৩ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সচিবালয়ে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা
সচিবালয়ে আগুন কী নাশকতা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ের বাইরে হাজারও কর্মকর্তা-কর্মচারীর ভিড়, এক গেট দিয়ে প্রবেশ
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল



আর্কাইভ