গেতাফেকে হারিয়ে রিয়ালের আরও কাছে বার্সেলোনা

প্রথম পাতা » খেলা » গেতাফেকে হারিয়ে রিয়ালের আরও কাছে বার্সেলোনা
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪



গেতাফেকে হারিয়ে রিয়ালের আরও কাছে বার্সেলোনা

গেতাফেকে হারিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। একই সঙ্গে জিরোনাকে টপকে উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

শনিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনা জিতেছে ৪-০ গোলের ব্যবধানে।

বার্সেলোনার হয়ে একটি করে গোল করেছেন রাফিনিয়া, জোয়াও ফেলিক্স, ফ্রেঙ্কি ডি ইয়ং ও ফেরমিন লোপেজ।

ম্যাচের ২০তম মিনিটে প্রথম গোল পায় বার্সা। জুলস কুন্দে এক হেতাফে ডিফেন্ডারের মাথার ওপর বল বাড়ান রাফিনিয়ার দিকে। যা জালে জড়িয়ে ব্যবধান ১-০ করেন এই ব্রাজিলিয়ান।

বিরতির পর ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। ক্রিস্টেনসেনের বাড়ানো বলে পা ছুঁয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

তৃতীয় গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জাভির দলকে। ৬১ মিনিটে রাফিনিয়ার অ্যাসিস্টে ব্যবধান ৩-০ করেন ফ্রেঙ্কি ডি ইয়ং।

বার্সেলেনার শেষ গোলটি আসে ফেলিক্সের বদলি নামা ফেরমিন লোপেজের কাছ থেকে। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে। ভিতর রকির বাড়ানো বল গেতাফের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টালে লোপেজের কাছে যায়। ভলিতে বল জালে পাঠিয়ে দলের চতুর্থ গোলটি করেন এই স্প্যানিয়ার্ড। এ নিয়ে চলতি মৌসুমে বদলি খেলোয়াড়দের কাছ থেকে ১১ গোল পেল বার্সেলোনা। যা লিগের সব দলের মধ্যে সর্বোচ্চ।

২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৫৭। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৬। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৫ ম্যাচে ৬২।

বাংলাদেশ সময়: ১৫:১৮:১২   ২৬ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ