বগুড়ায় বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারি » বগুড়ায় বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
রবিবার, ২৮ মে ২০২৩



বগুড়ায় বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে।

এ উপলক্ষে রবিবার,২৮মে শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন একটি আলোচনা সভা আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৫ এর জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, সম্মানিত অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান পিএএ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ সভাপতি আলহাজ্ব সাইফুল বারি ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, সহকারী কমিশনার(ভূমি) এস এম রেজাউল করিম, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড আলহাজ্ব গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি। মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মী।
সভাপতি আলোচনা সভা শেষে অতিথিদের ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২২:১৩:০৫   ৬৬ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


উচ্চশিক্ষায় ৩টি মৌলিক গ্রন্থ প্রকাশ করবে ইউজিসি, চুক্তি স্বাক্ষর
বিশেষজ্ঞদের পরামর্শে দ্রুত চূড়ান্ত হবে প্রবাসীদের ভোট পদ্ধতি: সিইসি
বিদেশি বিনিয়োগকারীরা আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন
সুইডিশ কোম্পানি নিলোর্ন জাপান অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপন করবে
মিয়ানমারে মানবিক সহায়তা নিয়ে ‘বানৌজা সমুদ্র অভিযানে’র চট্টগ্রাম ত্যাগ



আর্কাইভ