বাংলাদেশের নারী উদ্যোক্তাদের জন্য বিশ্বব্যাংকের (ডব্লিউবি) কাছে একটি বিশেষ তহবিল চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আন্না বেজার্ড সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি বিশেষ তহবিল দিতে পারেন। বিশেষ তহবিলটি নারী উদ্যোক্তা তৈরিতে সরকারের প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
নারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে শেখ হাসিনা বলেন, তারা নারী উদ্যোক্তাদের বিকাশে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি। নারী ও পুরুষ উভয়ের জন্যই সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে কোনো লিঙ্গ বৈষম্য নেই বলেও জানান তিনি।
এরআগে সকালে আন্না বেজার্ড অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন।
বাংলাদেশ সময়: ১৫:০৫:২৯ ৩২ বার পঠিত