আম্বানিপুত্রের বিয়েতে গাইবেন রিহানা-অরিজিৎ, নাচবেন শাহরুখ-সালমান

প্রথম পাতা » ছবি গ্যালারি » আম্বানিপুত্রের বিয়েতে গাইবেন রিহানা-অরিজিৎ, নাচবেন শাহরুখ-সালমান
রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪



আম্বানিপুত্রের বিয়েতে গাইবেন রিহানা-অরিজিৎ, নাচবেন শাহরুখ-সালমান

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট চলতি বছরের জুলাই মাসের ১২ তারিখে গাঁটছড়া বাঁধবেন। এ ছাড়া আগামী মার্চের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত টানা তিন দিন গুজরাটের জামনগরে চলবে প্রাক-বিবাহ অনুষ্ঠান।

এরই মধ্যে জানা গেছে, আম্বানিপুত্র অনন্তের বিয়েতে বিশ্বের তা-বড় তা-বড় ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। রাধিকা-অনন্তের নতুন জীবন শুরুর সাক্ষী থাকতে প্রাক-বিয়ের অনুষ্ঠানে পৌঁছাবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, অক্ষয় কুমাররা। দেখা মিলবে রণবীর-দীপিকা, রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা, কাজল-অজয়েরও।

এ ছাড়াও সাইফ আলি খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অনন্যা পান্ডে, আদিত্য কাপুররাও জামনগরে হাজির হবেন অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।

বিশ্বের সমস্ত বিজনেস টাইফুনরা থাকবেন সেই বিয়েতে অতিথি হিসেবে। জানা গেছে, ইভাঙ্কা ট্রাম্প ছাড়াও একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব আসবেন ওই অনুষ্ঠানে। কাতারের প্রিমিয়ার মহম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি, ভুটানের রাজা-রানিরা থাকবেন। এ ছাড়াও বিল গেটস, মেলিন্ডা গেটস, মেটা সিইও মার্ক জাকারবার্গ, ব্যাঙ্ক অব আমেরিকার চেয়ারম্যান ব্রায়ান থমাস ময়নিহানকেও নিমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়াও ডিজনির মতো একাধিক বিশ্বখ্যাত সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন প্রি-ওয়েডিং অনুষ্ঠানে।

সূত্রের খবর, অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন আন্তর্জাতিক পপ সেনসেশন রিহানা। সঙ্গে থাকছেন অরিজিৎ সিং। গানে গানে আসর জমাবেন দিলজিৎ দোসাঞ্জ। গ্ল্যামার জগতের ব্যক্তিত্বরা ছাড়া ক্রীড়া জগতের তারকারাও নিমন্ত্রিত এই বিশেষ দিনে। শচীন টেন্ডুলকার, এম এস ধোনি, রোহিত শর্মা, ইশান কিষান, শুভমন গিলরাও পেয়েছেন নিমন্ত্রণ। অতিথিদের জন্য বিশাল পরিকল্পনা আম্বানিদের। তাদের জামনগরে আনা হবে চার্টার্ড ফ্লাইটে।

জানা গেছে, প্রাক-বিবাহ অনুষ্ঠানে নাচ-গান, কার্নিভ্যাল গেমস, আর্ট ছাড়াও থাকবে বিভিন্ন ধরনের সারপ্রাইজ। এ ছাড়া দেখা যাবে, কীভাবে বছরের পর বছর ধরে জামনগরে প্রকৃতি সুরক্ষিত রয়েছে।

প্রাক-বিয়ের নানান অনুষ্ঠানে রয়েছে বিভিন্ন পর্ব। প্রতিটি পর্বের জন্য রয়েছে আলাদা থিম। সবকিছুর প্ল্যানিং শেষ। ছেলের বিয়ের সব আয়োজন খতিয়ে দেখলেন নীতা আম্বানি। অতিথিদের বিশেষ উপহারও দেবে আম্বানি পরিবার। গুজরাটের কচ্ছ ও লালপুরের মহিলাদের বানানো বাঁধনি স্কার্ফ উপহার হিসেবে দেবেন নীতা-মুকেশ।

চার্টার্ড বিমানে ভেন্যুতে নিয়ে আসার থাকা, খাওয়ার পাশাপাাশি অতিথিদের জন্য কেশসজ্জাশিল্পী, শাড়ি পরানোর শিল্পী এবং লন্ড্রি সার্ভিসের ব্যবস্থাও করেছে আম্বানিরা।

গত ২০২৩ সালের জানুয়ারিতে অনন্ত এবং রাধিকা মুম্বাইতে পরিবারের বাসভবন অ্যান্টিলিয়াতে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে বাগদান করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:৫৩   ৩১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


রূপগঞ্জে নিজ দলের হামলায় ছাত্রদল নেতা পাভেল নিহত
আল্লাহর নবী হজরত ঈসা (আ.) সম্পর্কে কোরআনে যা উল্লেখ আছে
জাহাজে সাত খুনের ঘটনায় ইরফান গ্রেফতার
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল



আর্কাইভ