ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রামের ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয় পরীক্ষা। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ব্যবসায় শিক্ষা ইউনিটে পরীক্ষার জন্য আবেদন করেন ৩৭ হাজার ৬৮১ জন শিক্ষার্থী। সব মিলিয়ে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য আবেদন পড়ে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি।
চারটি ইউনিটে ৪ হাজার ৯৬৫টি আসন রয়েছে। সে হিসাবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন। ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৪০টি আসনের জন্য ৩৭ হাজার ৬৫০ জন আবেদন করেন। আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৬ জন।
ঢাকায় এবার ৮০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:২৯:৪৫ ৩২ বার পঠিত