হালাল-হারাম নিয়ে ভাবি, এটা দরকার: বর্ষা

প্রথম পাতা » ছবি গ্যালারি » হালাল-হারাম নিয়ে ভাবি, এটা দরকার: বর্ষা
শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪



হালাল-হারাম নিয়ে ভাবি, এটা দরকার: বর্ষা

ঢাকাই সিনেমার সফল তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। পর্দায় এই দুই তারকা কখনও আলাদা জুটি বেঁধে অভিনয় করেননি। এ তারকা দম্পতিকে অনেকেই আইডিয়াল কাপল হিসেবে মানে।

তবে এ তারকা জুটি নিজেদের কথা কিংবা কাজ নিয়ে ব্যাপক ট্রলের শিকার হন। আর সামাজিক যোগাযোগাগমাধ্যমে ট্রল কিংবা ব্যঙ্গ করা বর্তমানে খুব স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। তবে সমালোচনাগুলো যেমন ইতিবাচক, তেমনি নেতিবাচকও। অতীতের এমন বহু ঘটনা সেই দিকগুলোরই ইঙ্গিত দেয়।

এদিকে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বর্ষা এমনই কিছু কথা পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পোস্টটি করেছেন।

পোস্টে অভিনেত্রী লেখেন, ‘সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উম্মুক্ত। কে কীভাবে ব্যবহার করবেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মাধ্যমকে নেতিবাচক না ইতিবাচকভাবে ব্যবহার করা হবে সেটা একটু ভেবে দেখা দরকার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করছেন, এর মাধ্যমেই ভালো কাজগুলো জানতে পারি, আবার নেতিবাচক খবর ও খুব হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয়গুলো খুব বড়ভাবে প্রচার করা হয়, যা কাম্য নয়।’

তিনি আরও লেখেন,

এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয়গুলো গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। সব চেয়ে জরুরি হালাল-হারাম (ন্যায়-অন্যায়) নিয়ে একটু ভাবি, এটা সব জায়গায় খুব, খুব দরকার।

অনন্ত জলিল ও বর্ষা দম্পতির সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘কিল হিম’। এটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল। এ ছাড়া বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।

এ তারকা দম্পতির ঘরে আছে দুই সন্তান। ২০১৪ সালে জন্ম নেয় আরিজ ইবনে জলিল এবং ২০১৭ সালে জন্ম আবরার ইবনে জলিলের।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৪৯   ২৪ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন ৭ জানুয়ারি
বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ সকলকে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার
কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত



আর্কাইভ