বিএনপি দেশের ক্ষতি করেছে, মেরামত করেছেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারি » বিএনপি দেশের ক্ষতি করেছে, মেরামত করেছেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের
রবিবার, ২৮ মে ২০২৩



বিএনপি দেশের ক্ষতি করেছে, মেরামত করেছেন শেখ হাসিনা: ওবায়দুল কাদের

বিএনপি বাংলাদেশের বারবার ক্ষতি করেছে, আর তার মেরামত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিএনপি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষতি করতে চাইছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৮ মে) বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, কেরানীগঞ্জ এবং খাগড়াছড়িসহ বিভিন্ন স্থানে বিএনপি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে আমাদের ওপর দোষ চাপানোর নাটক করেছে। এসবের মধ্য দিয়ে তারা ভুল বার্তা দিচ্ছে। তাই নেতাকর্মীদের বলবো আপনারা শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করুন। তবে বলতে চাই আমরা আগ বাড়িয়ে কিছু করবো না। তবে কোনো হামলা, হলে ছাড় দেয়া হবে না।

ভিসা নীতি নিয়ে সরকার কোনোভাবে চিন্তিত নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নামের দলটি বাংলাদেশের ক্ষতি করেছে। আর প্রধানমন্ত্রী তার মেরামত করেছেন। তারা আজ বাংলাদেশের মানুষকে আন্দোলনে টানতে পারেনি। যে কারণে বিদেশিদের সহায়তা চেয়ে নিষেধাজ্ঞা নিয়ে এসেছে। তাদের কারণে অবশেষে এলো ভিসা নীতি। তবে এতে সরকারের কিছুই হয়নি। এতে সরকারের কোনো সংকট নেই, মাথাব্যথাও নেই।

তিনি আরও বলেন, কারণ আমাদের বিদেশে আমাদের প্রভু নেই, বন্ধু আছে। বঙ্গবন্ধুরও প্রভু ছিল না, সেই ধারবাহিকতায় আমরা এগিয়ে যাচ্ছি। বাধা দিয়ে কেউ কিছু করতে পারেননি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন করেছেন শেখ হাসিনা। আমরা সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রক্রিয়াতে আছি। আর বাধা দিচ্ছে বিএনপি। সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিপরীত পথে হাঁটছে বিএনপি। তাই ভিসা নীতির কারণে তারাই চাপে রয়েছে। বিএনপির বিশৃঙ্খলা ঠেকাতে আমাদের শান্তি সমাবেশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন পর্যন্ত অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিএনপি সমালোচনা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের মধ্যে আমাদের অর্থনীতিকে মসচল রাখতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আজ আমরা চ্যালেঞ্জিং টাইম পার করছি। সামনে আরও কঠিন সময় আসছে। বিশ্বের দেশে দেশে আজ সংকট, হানাহানি ও যুদ্ধ। এতে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। এ অবস্থায় জ্বালানি সংকট দূর করতে এবং অর্থনৈতিক সহযোগিতা আনতে প্রধানমন্ত্রী দেশে দেশে ছুটে চলছেন।

‘এরপরেও বিভিন্ন গণমাধ্যমের সংবাদ এবং টকশোর কথা শুনে মনে হয় বাংলাদেশের মানুষ খাবার পাচ্ছে না। কিন্তু খাদ্যের অভাবে কেউ মারা গেছে এমন কোনো তথ্য নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যের মজুত ও উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। যারা দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন, তারা আশপাশের দেশগুলোতে খোঁজ নিলেই আসল অবস্থা জানতে পারবেন। প্রতিবেশী ভারত একটু ভালো থাকলেও পাকিস্তান ও শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ’, যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি দেশ এগিয়ে যাচ্ছে দাবি করেন বলেন, এসবের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্প সারা দুনিয়া থেকেই আমরা শুনছি। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন আমি ও আমার পরিবার শেখ হাসিনাকে অনুসরণ করি। তিনি আমাদের কাছে অনুপ্রেরেণা।

বাংলাদেশ সময়: ১৭:২৫:১৫   ৪৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


সন্তানদের ভালো পরামর্শ দিন: গিয়াসউদ্দিন
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
দুর্নীতি ও প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে: জামায়াত আমির
নাটোরে গ্রাম পুলিশ বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত
রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে অধৈর্য: উপদেষ্টা আসিফ



আর্কাইভ