অমিতাভ-ঐশ্বরিয়াকে জড়িয়ে রাহুলের বক্তব্য, যা বললেন ‘বিগ বি’

প্রথম পাতা » ছবি গ্যালারি » অমিতাভ-ঐশ্বরিয়াকে জড়িয়ে রাহুলের বক্তব্য, যা বললেন ‘বিগ বি’
শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪



অমিতাভ-ঐশ্বরিয়াকে জড়িয়ে রাহুলের বক্তব্য, যা বললেন ‘বিগ বি’

আপনারা কি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেখেছেন? কোনো তফসিলি জাতি, জনজাতির প্রতিনিধিকে দেখতে পেয়েছেন? যারা দেশটাকে চালান তাদের রামমন্দির উদ্বোধনের আমন্ত্রিতের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর ডেকে আনা হয়েছে কাদের? অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চনদের।

কয়েকদিন আগে এক জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেছিলেন রাহুল গান্ধি। রাহুলের সেই বক্তব্যে ভাইরাল হয় সোশ্যাল সাইটে।

এবার রাহুলের বক্তব্যের জবাব দিলেন অমিতাভ বচ্চন। এক্স হ্যান্ডেলে অমিতাভ লিখলেন, এখন শুধু পরিশ্রম করার সময়। শারীরিকভাবে তৎপর থাকা….এবং মানসিক ভাবে নম্র থাকা..সব কিছুর জন্য শুধু অপেক্ষা করতে হবে।

অমিতাভের আগেই রাহুলের মন্তব্যের প্রতিবাদ করেছেন গায়িকা সোনা মহাপাত্র। এক্স-এ সোনা লিখেছিলেন, রাজনীতিবিদেরা তাদের বক্তব্যে অনেক সময় নারীদের অবমাননা করেন। এতে কি তারা নিজেদের পৌরুষ প্রমাণ করতে চান? অতীতে কি আপনার মা এবং বোনকে কেউ এ ভাবে অবজ্ঞা করেছেন?

বাংলাদেশ সময়: ১৭:২৮:৫৭   ৫১ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, একমত বিএনপি
অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল



আর্কাইভ