আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান বলেছেন, বিএনপিকে কোনোভাবে রাস্তায় নামতে দেওয়া হবে না।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ফারুক খান বলেন, ‘বিএনপি বারবার দেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারা বারবার বাংলাদেশকে ছোট করেছে।’
তিনি বলেন, ‘বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। শেখ হাসিনা যেসব উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছিলেন বিএনপি ক্ষমতায় এসে সেগুলো বন্ধ করে দিয়েছিল।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বাংলাদেশে বারবার ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধুর আমলে ষড়যন্ত্র হয়েছে, শেখ হাসিনার আমলে ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনাকে হত্যা করতে বারবার ষড়যন্ত্র করা হচ্ছে।’
ফারুক খান বলেন, ‘আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তারা একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছে। আমরা বলেছি, শেখ হাসিনা একটি সুষ্ঠু নির্বাচন চান। দ্বাদশ সংসদ নির্বাচন আমাদের সন্তান, আগামী প্রজন্ম ও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু বলেছেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। বাংলাদেশের যুবলীগ ও ছাত্রলীগ হচ্ছে সোনার মানুষ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।’
আলোচনা সভায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবেদ খান, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৪২:২৫ ১০১ বার পঠিত