জেলায় আজ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান।
রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-পরিচালক তাজকিয়া আকবারী, নওগাঁ জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন বক্তৃতা করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত জেলার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৬:০৭:০৩ ২৪ বার পঠিত