শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

প্রথম পাতা » ছবি গ্যালারি » শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪



শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে স্বেচ্ছায় রক্তদান  কর্মসূচি পালন

গোপালগঞ্জে আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজে সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. আলমগীর সিদ্দিকসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. আলমগীর সিদ্দিক বলেন, ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৫ জন শিক্ষার্থী স্বেচ্চায় রক্তদান করেছেন। এ ছাড়া বিনামূল্যে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্নয় করা হয়েছে। এদিন ৩৬ শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় বলে জানান ওই চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৪   ২৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়: স্থানীয় সরকার উপদেষ্টা
বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে ফের মাঠে নামতে হবে: ধর্ম উপদেষ্টা
ঝিনাইদহে শীতার্তদের মাধ্যে কম্বল বিতরণ
বনভূমির অবৈধ দখলকারীরা যত প্রভাবশালীই হোক, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা
এক বছরের মধ্যে ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার হবে: তাজুল



আর্কাইভ