গোপালগঞ্জে আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
রেড ক্রিসেন্ট গোপালগঞ্জ ইউনিটের রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজে সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. আলমগীর সিদ্দিকসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. আলমগীর সিদ্দিক বলেন, ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৫ জন শিক্ষার্থী স্বেচ্চায় রক্তদান করেছেন। এ ছাড়া বিনামূল্যে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্নয় করা হয়েছে। এদিন ৩৬ শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় বলে জানান ওই চিকিৎসক।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:২৪ ২৫ বার পঠিত