সাড়ে চারমাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বোমা হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত গাজায় দেখা দিয়েছে চরম খাদ্যসংকট। এমতাবস্থায় মানবেতর দিন পার করছেন গাজাবাসীরা।
যুদ্ধ যতদিন যাচ্ছে গাজায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা আরও কমছে। যার ফলে এক টুকরো খাবারেরও জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ফিলিস্তিনিদের। কিন্তু সেখানেও রেহাই নেই তাদের। লাইনে দাঁড়ানো জনতার ওপর গুলি চালাচ্ছে ইসরাইলি সেনারা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজায় খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে ফিলিস্তিনিরা। এতে অন্তত একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
মাথায় আঘাত পাওয়া এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, অন্তত একজন নিহত হয়েছেন।
অন্যদিকে, ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরাইলিদের বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
হাসপাতালে চিকিৎসার জন্য ছোটাছুটি করতে থাকা আহত এক ফিলিস্তিনি বলেন, ‘‘আমি বন্দুকের আওয়াজ শুনতে পেয়েছিলাম। তারপর জানি না ক হয়েছে।
আরও এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি সেখানে ময়দা নিতে গেছিলাম। আমরা আমাদের সন্তানদের খাওয়াতে চাই। অন্য সবার জন্য আমরাও সেখানে ময়দা আনতে গেছিলাম। কিন্তু আমাদের ওপর গুলি ছোড়া হয়, ট্যাংকগুলো আমাদের দিকে আসছিল।
আল জাজিরার এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরাইলি সেনাদের হামলায় আটার বস্তা ফেটে যাওয়ার পর ফিলিস্তিনি শিশুরা সেগুলো নেয়ার জন্য ছোটাছুটি করছে।
বাংলাদেশ সময়: ১৫:১৭:৪৮ ৩৭ বার পঠিত