রদ্রিগোর জোড়া গোলে সেভিয়াকে হারাল রিয়াল

প্রথম পাতা » খেলা » রদ্রিগোর জোড়া গোলে সেভিয়াকে হারাল রিয়াল
রবিবার, ২৮ মে ২০২৩



রদ্রিগোর জোড়া গোলে সেভিয়াকে হারাল রিয়াল

ম্যাচের শুরুতেই গোল হজ করে পিছিয়ে পড়েছিলো রিয়াল মাদ্রিদ। কিন্তু পিছিয়ে থেকেও রদ্রিগোর জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে সেভিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে চার পয়েন্টে পিছনে ফেলেছে গ্যালাকটিকোরা।

এ জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩৭ ম্যাচে ৭৭ পয়েন্ট। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের এগারো নম্বরে অবস্থান সেভিয়ার। এদিকে ৩৬ ম্যাচে সর্বোচ্চ ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে বার্সেলোনা। তিন নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

ইনজুরিতে থাকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই মাঠে নেমেছিল। আক্রমণভাগে কার্লো আনচেলত্তির দলে ইনজুরির কারণে আরও ছিলেন না করিম বেনজেমা ও মার্কো আসেনসিও। নিয়মিত ফরোয়ার্ড হিসেবে একমাত্র রদ্রিগোই ফিট ছিলেন।

ইউরোপা লিগের ফাইনালিস্টদের ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে দেন রাফা মির। ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো রিয়ালকে সমতায় ফেরান। ২৯ মিনিটে ফ্রি-কিক থেকে তার কার্লিং শটটি গোলরক্ষক ইয়াসিন বুনোর আটকানোর সাধ্য ছিল না। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ১-১ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরুতে মির আবারও গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শটটি অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। টনি ক্রুসের সহায়তায় সেভিয়া ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েলকে কাটিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো ৬৯তম মিনিটে রিয়ালকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিশ্চিত হয় রিয়ালের।

জোড়া গোলকারী রদ্রিগো সম্পর্কে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘রদ্রিগো সেন্টার-ফরোয়ার্ড হিসেবে নিজেকে নির্ভরযোগ্য হিসেবে প্রমাণ করেছে। তার মধ্যে ভিন্ন ভিন্ন চরিত্র লক্ষ্য করা গেছে।’

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪৮   ৫১ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ