সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের ৪৮ প্রার্থী

প্রথম পাতা » ছবি গ্যালারি » সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের ৪৮ প্রার্থী
রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪



সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের ৪৮ প্রার্থী

মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের ৪৮ জন প্রার্থী।
আজ রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মনিরুজ্জামান তালুকদারের কাছে দলের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেন।
এ সময়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আমরা আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছি। প্রার্থীদের মধ্যে একজন ১৪ দলীয় জোটের। রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছি আমরা।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সরকারি ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩১   ৪৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


গডফাদার কখনোই জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়নি: গিয়াসউদ্দিন
সোনারগাঁয়ে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
কিছু মানুষের জন্ম হয়েছে পেছনে থেকে সমালোচনা করার জন্য: ডিসি
নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ
চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি



আর্কাইভ