জেলায় আজ “রুখবো দুূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” শিরোনামে দুদক-এর গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন এ গণশুনানীর আয়োজন করে।
নওগাঁ জেলা সদরে অবস্থিত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঘুষ দুর্নীতি ও হয়রানির শিকার নাগরিকদের নাগরিকদের অভিযোগ সরাসরি শোনা এবং প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহণের লক্ষেই এ গণশুনানীর আয়োজন করা হয়।
নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা’র সভাপতিত্বে ও সঞ্চালনায় আয়োজিত গণশুনানীতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক(তদন্ত) মোঃ আকতার হোসেন, দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় পরিচালক কামরুল আহসান, নওগাঁ’র পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, দুূর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান এবং দুূর্নীতি প্রতিরোধ কমিটি নওগাঁ’র সভাপতি ডাক্তার মোঃ হাবিবুর রহমান।
গণশুনানীতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোট ১৫ টি সরকারি অফিস ও ১টি ইনস্যুরেন্স কোম্পানীর বিরুদ্ধে আনীত ৩৯টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০৭:৩৯ ২৯ বার পঠিত