মিয়ানমারে পালাল মাদক কারবারিরা, ৭০ হাজার ইয়াবা উদ্ধার

প্রথম পাতা » চট্রগ্রাম » মিয়ানমারে পালাল মাদক কারবারিরা, ৭০ হাজার ইয়াবা উদ্ধার
রবিবার, ২৮ মে ২০২৩



মিয়ানমারে পালাল মাদক কারবারিরা, ৭০ হাজার ইয়াবা উদ্ধার

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলের মুখে পড়ে ব্যাগ ফেলে জঙ্গল দিয়ে মিয়ানমার পালিয়েছে মাদকপাচারকারীরা।

ফেলে যাওয়া ব্যাগ থেকে জব্দ করা হয়েছে ৭০ হাজার ইয়াবা।
রোববার (২৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

বিজিবি জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকবে এমন সংবাদ পায় বিজিবি। এরপর বিজিবির টহল দল সীমান্ত থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে নাইক্ষ্যংছড়ির পশ্চিম আমবাগানে কৌশলগত অবস্থান নেয়।
পরবর্তীতে রাত আনুমানিক ১২ টা ২০ মিনিটের দিকে ইয়াবা পাচারকারিরা সীমান্ত থেকে হেঁটে বাংলাদেশে আসার সময় বিজিবির টহল দলের সামনে পড়লে ব্যাগ ফেলে দ্রুত জঙ্গলের মধ্যে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাদক চোরাকারবারিরাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার ইয়াবা পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬:০১:৫৪   ৫২ বার পঠিত  




চট্রগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের কৃষি ও হস্ত শিল্পের প্রদর্শনী
চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা-মামলায় গ্রেফতার-২
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
সবাইকে কথা বলার সুযোগ করে দেয়াই হলো সরকারের প্রধানতম লক্ষ্য -সুপ্রদীপ চাকমা



আর্কাইভ