নাটকীয়তার পর বার্সেলোনাকে জেতালেন লেভানদোভস্কি

প্রথম পাতা » খেলা » নাটকীয়তার পর বার্সেলোনাকে জেতালেন লেভানদোভস্কি
রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪



নাটকীয়তার পর বার্সেলোনাকে জেতালেন লেভানদোভস্কি

নির্ধারিত সময়ে স্কোরলাইনে সমতা। যোগ করা সময়ে পেনাল্টি পেল বার্সেলোনা। রবার্ট লেভানদোভস্কির শট ঠেকিয়ে দিলেন সেল্টা ভিগোর গোলরক্ষক। হতাশায় কাতালানরা দুহাতে মুখ ঢাকতে যাচ্ছে কেবল। ঠিক তখনই রেফারি শরণ নিলেন ভিএআরের। পোলিশ তারকা শট নেওয়ার আগেই গোলরক্ষক লাইন থেকে বেরিয়ে আসায় পুনরায় স্পট কিকের সিদ্ধান্ত দিলেন রেফারি। এবার আর ব্যর্থ হননি লেভানদোভস্কি। নাটকীয় জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) লা লিগার ম্যাচে সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে দারুণ এক গোলে কাতালানদের এগিয়ে নেন লেভানদোভস্কি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে সেল্টা ভিগোকে সমতায় ফেরান ইয়াগো আসপাস। এরপর যোগ করা সময়ে লেভানদোভস্কির স্পটকিক থেকে করা গোলে জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

গত রাউন্ডে গ্রানাডার সঙ্গে ৩-৩ গোলে ড্রয়ের পর এই ম্যাচে জয়ের দেখা পেল বার্সেলোনা।

এদিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কাতালানরা। দশম মিনিটে ভিতর রকের পাস থেকে দারুণ শট নেন লামিন ইয়ামাল। কিন্তু সে শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরের মিনিটে সেল্টার লারসেনকে হতাশ করেন বার্সার গোলরক্ষক টার স্টেগান।

প্রথমার্ধে বার্সা দ্বিতীয় যে সোত লক্ষে রাখতে পারে তাতেই সাফল্য আসে। ইয়ামালের পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন লেভা।

তবে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই সমতায় ফেরে সেল্টা। বক্সের বাইরে থেকে ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের শটে বল বার্সেলোনার ডিফেন্ডার জুলস কুন্দের পায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।

৫৮ মিনিটে রকের বদলি হিসেবে নেমে দুবার সুযোগ পেয়েও হতাশ করেন রাফিনিয়া। নির্ধারিত সময়ের সঙ্গে ছয় মিনিট যোগ করা হয়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামালকে সেল্টা বক্সে ফাউল করলে রেফারি পেনাল্টির পাশি বাজান। লেভার নেওয়া স্পটকিক প্রথমে ঠেকিয়ে দেন সেল্টার গোলরক্ষক। কিন্তু রেফারি ভিএআর চেক করে দেখেন, শট নেওয়ার আগেই গোলরক্ষক গোললাইন থেকে বেরিয়ে এসেছেন। ফলে পুনরায় পেনাল্টি দেয়া হয় বার্সাকে। এবার আর ভুল করেননি লেভানদোভস্কি।

চলতি লিগে ২২ ম্যাচে ১০ গোল করেছেন লেভা। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা, ৬১ পয়েন্ট নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৫:০৯:২০   ১৭ বার পঠিত  




খেলা’র আরও খবর


বার্সেলোনা শিবিরে আবারও চোটের ধাক্কা
ভারোত্তোলনে ৯০ বছর বয়সি নারীর চমক
২০২৫ সালে আর্জেন্টিনার সূচি
১৮ বছর পর ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ



আর্কাইভ