চীন-আমেরিকা আমাদের সঙ্গে প্রেম করতে চায় : হুইপ বাবু

প্রথম পাতা » আড়াইহাজার » চীন-আমেরিকা আমাদের সঙ্গে প্রেম করতে চায় : হুইপ বাবু
শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪



চীন-আমেরিকা আমাদের সঙ্গে প্রেম করতে চায় : হুইপ বাবু

জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, বঙ্গবন্ধু এমন একজন মানুষ (শেখ হাসিনা) আমাদের জন্য রেখে গেছেন, তিনি ঠিক থাকলে এদেশের আপামর জনসাধারণের ভাগ্যের চাকা আল্লাহ ঘুরিয়ে দেবেন। এই গরিব দেশ আজ এমন এক জায়গায় চলে গেছে যা দেখে আজ চীন আমাদের সঙ্গে প্রেম করতে চায়। আমেরিকাও আমাদের সঙ্গে প্রেম করতে চায়, সম্পর্ক রাখতে চায়।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আড়াইহাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান মিথিলা গ্রুপের উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

নজরুল ইসলাম বাবু বলেন, যার যেটা দরকার আমাদের মেম্বার, চেয়ারম্যান, নেতারা রয়েছেন। আমরা সব কাজ সমাধান করে দেব। যারা দলাদলি করে, দুই নম্বরি করে, ঢাকা-সিলেট মহাসড়কে চুরি করে, পাঁচরুখীতে গাড়িতে আগুন দেয়, তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু আপনারা সবাই সঠিক পথে থাকবেন, সঠিক কথা বলবেন এবং মারামারি কাটাকাটি এসব ছেড়ে দেবেন।

তিনি আরও বলেন, আড়াইহাজারে সব রাস্তার টেন্ডার করা আছে। কোনো রাস্তা ভাঙা থাকবে না। আগামী ডিসেম্বরে আগে দুই গাড়ি একসঙ্গে চললে থামতে হবে এমন রাস্তা রাখব না।

এ সময় হুইপ এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলের পেছনের আরেকটি গেট স্থাপনের কথা জানান। পাশাপাশি খানপাড়া এলাকায় ড্রেনেজ ব্যবস্থাপনার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।

মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, মিথিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক কায়েস খান টয়েস, পরিচালক মাহাবুব খান হিমেল, মেয়র সুন্দর আলী, ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাহিদা মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ খান সোহাগ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:০১:৫৭   ৪৯ বার পঠিত  




আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজার থানার লুণ্ঠিত ৮ পিস্তল ও গোলাবারুদ উদ্ধার
আড়াইহাজারে বাল্য বিবাহের চেষ্টায় মেয়ের বাবা-বরকে কারাদন্ড
আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেফতার ৮
না.গঞ্জে থামছে না লাশের মিছিল : জুনেই ২৬ লাশ
আড়াইহাজারে র‌্যাব পরিচয়ে ৫২ লাখ টাকা ছিনতাই, ঢাকা থেকে গ্রেপ্তার ৪



আর্কাইভ