দেড় কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৪

প্রথম পাতা » ছবি গ্যালারি » দেড় কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৪
শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪



দেড় কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ৪

সাভার ও গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে ১ কোটি ৪৯ লাখ টাকার হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

গ্রেপ্তাররা হলেন মো. জামিল হোসেন (২০), মো. মিজানুর রহমান মিজান (২০) মো. তারিফ হোসেন (৪৩) ও মো. শহিদুল হক (৩৫)।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার গাজীপুর জেলার কাশিমপুর থানার মামুন নগর এলাকায় ৪৯০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকা হতে ১ কেজি হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

এএসপি মাজহারুল জানান, কাশিমপুরের অভিযান থেকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয় মো. জামিল হোসেন, মো. মিজানুর রহমান মিজান ও মো. তারিফ হোসেনকে। অন্যদিকে সাভারের অভিযান থেকে গ্রেপ্তার করা হয় মো. শহিদুল হককে।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:০৯   ৩৫ বার পঠিত  




ছবি গ্যালারি’র আরও খবর


মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম
সাভারে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ১
টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, একমত বিএনপি
অন্তর্বর্তী সরকারের বেশি দিন ক্ষমতায় থাকার সুযোগ নেই: আব্দুস সালাম
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দাখিল



আর্কাইভ