সংসদ ভবন, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ : বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্তর্জাতিক বাজারে জুট ডাইভারসিফিকেশনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম স্থানে যাওয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আজ সংসদে বিরোধী দলের উপনেতা মো. মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাবে একথা জানান।
মুজিবুল হকের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, বিদেশে আরও বেশী পরিমাণ পাটজাত দ্রব্য রপ্তানি করার লক্ষ্যে রপ্তানিকারকদের রপ্তানিকৃত পাটের সুতা ৭ শতাংশ, হেসিয়ান, সেকিং ও সিবিসি ১২ শতাংশ এবং বহুমুখী পাটজাত পণ্যের ক্ষেত্রে ২০ শতাংশ প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পাটজাত পণ্যের চাহিদার নিরিখে বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিদেশে নতুন নতুন বাজার অন্বেষণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি বলেন, পাট খাতের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত পাটকলসমূহে বেসরকারি দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন কার্যক্রম বৃদ্ধির জন্য বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন মিলসমূহ বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজেএমসি’র নিয়ন্ত্রণাধীন ২০টি মিল থেকে ইতোমধ্যে ১৪টি মিলের ইজারা চুক্তি সম্পন্ন হয়েছে, ২টি মিলের ইজারা কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৪৯:১১ ১৭ বার পঠিত