চীন মঙ্গলবার ইসরায়েলকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ‘যত দ্রুত সম্ভব’ তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। যুদ্ধ বন্ধ না হলে সেখানে ‘গুরুতর মানবিক বিপর্যয়ের’ সতর্কবার্তা দিয়েছে বেইজিং। খবর এএফপি’র।
এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘চীন বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতিকারক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কর্মকান্ডের বিরোধিতা ও নিন্দা করে থাকে।
বিবৃতিতে আরো বলা হয়, বেইজিং ইসরায়েলকে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ রাফায় তাদের সামরিক অভিযান বন্ধ করার, নিরপরাধ বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে।’
চীন রাফাহ এলাকায় গুরুতর মানবিক বিপর্যয় মোকাবেলা করারও আহ্বান জানিয়োছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:২৯ ২০ বার পঠিত