ইসরায়েলকে ‘যত দ্রুত সম্ভব’ রাফাতে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলকে ‘যত দ্রুত সম্ভব’ রাফাতে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪



ইসরায়েলকে ‘যত দ্রুত সম্ভব’ রাফাতে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন

চীন মঙ্গলবার ইসরায়েলকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ‘যত দ্রুত সম্ভব’ তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। যুদ্ধ বন্ধ না হলে সেখানে ‘গুরুতর মানবিক বিপর্যয়ের’ সতর্কবার্তা দিয়েছে বেইজিং। খবর এএফপি’র।
এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘চীন বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতিকারক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কর্মকান্ডের বিরোধিতা ও নিন্দা করে থাকে।
বিবৃতিতে আরো বলা হয়, বেইজিং ইসরায়েলকে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ রাফায় তাদের সামরিক অভিযান বন্ধ করার, নিরপরাধ বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে।’
চীন রাফাহ এলাকায় গুরুতর মানবিক বিপর্যয় মোকাবেলা করারও আহ্বান জানিয়োছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:২৯   ২০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
গাজায় জিম্মিদের মুক্তি আলোচনায় উন্নতি হচ্ছে : নেতানিয়াহু
মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশনার
ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের



আর্কাইভ